ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের একটি সাংগঠনিক টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের একটি সাংগঠনিক টিম গঠন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষের প্রচারনার জন্য ৯ সদস্যের একটি টিম গঠন করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৭মে )  সন্ধ্যায় টিমের তালিকা প্রকাশ করা হয়।

এতে টিম প্রধান করা হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে।

টিমের সমন্বয়ক হিসাবে রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সমন্বয়ক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সদস্য হিসাবে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান এবং গোলাম কবির রাব্বানী।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএস/এসকে/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।