ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

৯ বছর পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
৯ বছর পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর: দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর সৎ ভাই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।  

রোববার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সৎ ভাই সোহেল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮, মাদারীপুর টিম।

 

গ্রেপ্তার আল আমিন শিবচরের যাদুয়ারচর এলাকার বেলায়েত খানের ছেলে।

সোমবার (১৫ মে) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২০১৩ সালের ৮ আগস্ট গভীর রাতে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে মাদারীপুর জেলার শিবচরের যাদুয়ারচর এলাকার ছিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করে লেপ-কম্বল দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে পালিয়ে যায় সৎ ভাই আল আমিন! এ ঘটনায় পরের দিন নিহতের পিতা ছিদ্দিক মল্লিক বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড দেন আদালত।  

র‌্যাব জানায়, দীর্ঘ ৯ বছর হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামিকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।