ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে ইমদাদুল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিলপাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল ওই এলাকার সামাদ জোয়াদ্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।  

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ো বাতাস, বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন ইমদাদুল। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।