ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছে ইইউ’র নির্বাচনী প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দল: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ৯, ২০২৩
ঢাকায় আসছে ইইউ’র নির্বাচনী প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দল: রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে  ইউরোপীয় ইউনিয়নের প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

 

মঙ্গলবার (০৯ মে) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউরোপ ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দল একটি স্বাধীন প্রতিনিধি দল। তারা সব দলের সঙ্গেই আলাপ করবে।

এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করেছি।  আমরা এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন চাই। আর এটা সব বাংলাদেশিও চায়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যসদুপুই বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রেখেছি। এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা প্রয়োজন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, জার্মান, নেদারল্যান্ডস ও ইতালির রাষ্ট্রদূতরা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।