ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চীনে উইঘুরদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
চীনে উইঘুরদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান

ঢাকা: চীনে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।

শুক্রবার (৫ মে) উইঘুর মুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‌'ডোপ্পা দিবস' উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক প্রতিবাদ ও আলোচনা সভায় সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর-ই-শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী বলেন, চীন সরকার সবার সামনে বুক চেতিয়ে বিশ্ববাসীর নাকের ডগায় উইঘুর মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্ববাসী চীনের কাছে যেনো অসহায়- এমন ভূমিকা পালন করছে। মুসলমান বলে এমন মানবাধিকার লঙ্ঘনের কোনো বিচার হবে না- এটা মেনে নেওয়া যায় না।

তাই তিনি জাতিসংঘসহ বিশ্ব মোড়ল রাষ্ট্রগুলোকে উইঘুর মুসলমানদের নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, চীনের দানব সরকার উইঘুর মুসলমানদের রক্তে তার হাত রঞ্জিত করেছে। মুসলমানদের সঠিকভাবে ইসলামের বিধি-বিধান পালন করতে দিচ্ছে না। চীন সরকার ডিটেনশন ক্যাম্পে আটক প্রায় ২১ লাখ উইঘুর মুসলমানকে হত্যা, নির্যাতন, ধর্ষণসহ চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। অথচ জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশ তথা মুসলিম দেশগুলোর সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।  

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী প্রগতিশীল জনতা ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসসি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।