ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেটে ইয়াবা বহন, ডেমরায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
পেটে ইয়াবা বহন, ডেমরায় আটক ২

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

আটক মাদক কারবারি হলেন- মো. ইমান আলী (৩৮) ও মো. মোক্তার হোসেন (৩৭)।

দুজনের পেটের ভেতর থেকে ১ হাজার ৪১২টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।  

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, শুক্রবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা পেটের ভিতরে করে ইয়াবা বহন করছিলেন।  

তাদের পেটের ভেতর থেকে আনুমানিক ৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১ হাজার ৪১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার কারা হয়।  

র‌্যাব-১০ এর সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দা অবলম্বন করে ডেমরাসহ ঢাকার বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।