ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ফ্ল্যাটে মিলল যুবকের গলাকাটা মরদেহ

প্রত্যয়ের মানসিক সমস্যা ছিল দাবি স্বজনদের

স্টাফ করেসপন্ডেন্ট| | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
প্রত্যয়ের মানসিক সমস্যা ছিল দাবি স্বজনদের মরদেহ: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে প্রত্যয় নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।

স্বজনরা বলছেন, প্রত্যয়ের মানসিক সমস্যা ছিল। তিন বছর ধরে নিচ্ছিল চিকিৎসা।

শনিবার (২৯ এপ্রিল) মিরপুর-১২ এর সি ব্লকের ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে প্রত্যয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন মিরপুর জোনের ডিসি, এডিসি, এসি ও পল্লবী থানার ওসি। সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে আসে।  

পুলিশ জানায়, ওই যুবক রাশিয়ায় পড়াশোনা করেছেন। পড়াশোনা অনুযায়ী চাকরি না হওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ব্যাচেলর হিসেবে ছয়জন মিলে ওই ফ্ল্যাটে থাকতেন। তিন বছর আগে প্রত্যয় বিয়ে করেন। পরে ডিভোর্সও হয়ে যায় তাদের।

প্রত্যয়ের বাবা জানান, গত রাতে কথা হয় প্রত্যয়ের সঙ্গে। তখন সে বলে, বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না।

তিনি আরও জানান, মানসিক সমস্যার জন্য প্রত্যয়কে তিন বছর ধরে একটি ক্লিনিকে চিকিৎসা করিয়ে আসছিলেন।

প্রত্যেয়ের এক মামা জানান, প্রত্যয়ের একটু মানসিক সমস্যা ছিল। কিছু দিন আগে সে গ্রামের বাড়ি যশোর আসে। ওই সময় সে বাড়ি থেকে ঢাকায় যেতে চায়নি। জোর করে তাকে ঢাকায় পাঠানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।  

আরও পড়ুন: বটি দিয়ে নিজের গলা কাটলেন উচ্চ শিক্ষিত যুবক

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।