ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাণীশংকৈল উপজেলার ছোট নুনতোর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। তারা দুইজন প্রতিবেশী ছিল।

নিহত সিয়ামের বাবা মকবুল জানান, পুকুরের পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে একজন পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তোলার সময় সেও পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বাংলানিউজকে বলেন, পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।