ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, মাথায় টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, মাথায় টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত 

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সুব্রত দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত দাস মশাকলি গ্রামের দশরব দাশের ছেলে।

স্থানীয়রা জানান, মশাকলি গ্রামের একটি জমি নিয়ে গ্রামবাসীর দুপক্ষে বিরোধ ছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।  

এদের মধ্যে মাথায় টেটাবিদ্ধ অবস্থায় সুব্রত দাসকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মশাকলি গ্রামে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এনএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।