ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজৈরে ফল-মাংসের দোকানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
রাজৈরে ফল-মাংসের দোকানে জরিমানা

মাদারীপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর জেলার রাজৈরে ফল ও মাংসের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (১ এপ্রিল) দুপুরে রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।  

বিষয়টি নিশ্চিত করে জান্নাতুল ফেরদাউস বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজৈর বাসস্ট্যান্ডে তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।