ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
চুয়াডাঙ্গায় মাদক বিক্রেতার  যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আরজ আলী (৪০) নামের এক মাদক বিক্রেতার  যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

 

সোমবার (২০ মার্চ) দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আরজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২০ সালের ৫ মে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলতদিয়াড় চুনুরিপাড়ায় মাদক কারবারি আরজ আলীর বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। পরে তার ঘর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নিষিদ্ধ ৮০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।