ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাজিরায় বজ্রপাতে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
জাজিরায় বজ্রপাতে যুবকের মৃত্যু  ফাইল ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে সিফাত মোল্লা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।  

এছাড়া একই ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের সেলিম শেখের দেড় বছর বয়সী মেয়ে সুরা মনি নামে একটি শিশুর অবস্থা গুরুতর।  

নিহত সিফাতের খালা সেলিনা আক্তার বলেন, সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।  
অন্যদিকে, আহতশিশু সুরা মনির খালা পলি আক্তার বলেন, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিল। বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।

ঘটনার কিছুক্ষণ পরেই আহত ওই দুইজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। আর সুরা মনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ মিয়াকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।