ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিনাজপুর: চেক জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত দলিলুর রহমান (৫০) নামে এক আসামিকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সাজা এড়াতে প্রায় ৪ বছর পলাতক ছিলেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) গ্রেফতার দলিলুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে, সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দলিলুর রহমান বিরামপুর উপজেলার বিজুল হাট এলাকার খোদা বকশের ছেলে।

বিরমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, দলিলুরের বিরুদ্ধে চারটি চেক জালিয়াতি মামলা রয়েছে। প্রতিটি মামলায় এক বছর করে মোট চার বছরের সাজা হয়। দলিলুরের নবাগঞ্জে আত্মগোপনে থাকার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।