ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় আরাফাত রহমান (১৪) নামে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুংলী মহেলা আদর্শ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরাফাত ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল নিয়ে মহেলা আদর্শ গ্রামের নিজ বাড়ির সামনে আসেন আরাফাত। এ সময় ওই গ্রামের বালুরঘাট থেকে বালু নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই আরাফাত নিহত হন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।