ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপসা পাড়ে ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
রূপসা পাড়ে ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার রূপসা সেতুর ফাইল ছবি

খুলনা: ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ -এ স্লোগানকে সামনে রেখে আলোকচিত্রী কাকলী প্রধানের ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব খুলনায় শুরু হবে শুক্রবার (১০ মার্চ)।  

শুক্রবার বিকেল ৩টার দিকে খুলনার রূপসা সেতুর নিচে (টোলঘাট) উদ্বোধন হবে দ্বিতীয় প্রদর্শনীটি।

চলবে ১২ মার্চ পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে থেকে প্রদর্শনীটির উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে ইকরিমিকরি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।