ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৬ হাজার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সিরাজগঞ্জে ৬ হাজার ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।

রোববার (৫ মার্চ) দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে গোপন তথ্য পেয়ে শনিবার (৪ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক হয়।  

আটকরা হলেন- কুমিল্লা জেলার বরুরা থানার মইশাইর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে নাজমুল হক বাহার (৫০) ও বগুড়া জেলা সদরের নামুজা গ্রামের মৃত আবুল প্রামনিকের মেয়ে রাবেয়া সুলতানা সুমী (৪২)।

এসআই নাজমুল হক জানান, ইয়াবা লেনদেন হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ওই দু’জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সুমী মাদক মামলায় চট্রগ্রামে আটক হন। সেখানেই নাজমুলের সঙ্গে পরিচয় হয়। এরপর জামিনে মুক্ত হয়ে নাজমুলের মাধ্যমে উত্তরাঞ্চলে মাদক কারবারি কর্মকাণ্ডে চালাচ্ছিলেন রাবেয়া।

এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার বিকেলে আদালতের মাধ্যমে ওই দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।