ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে খোলাবাজার থেকে টিসিবির সয়াবিন তেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
যশোরে খোলাবাজার থেকে টিসিবির সয়াবিন তেল জব্দ

যশোর: যশোরে ট্রেডিংকরপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল খোলাবাজার থেকে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বড়বাজার আলুপট্টির রেজাউল স্টোরে অভিযান চালিয়ে ১০৮ বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ এ অভিযানের নেতৃত্ব দেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার গৌরঙ্গ পাল বাবু দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে টিসিবির মালামাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করে আসছেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হলো। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩৫০, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ইউজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।