ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
মোবাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বাড়ী থেকে মোবাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারধোরের শিকার ওই ছাত্রলীগ নেতার নাম নুর মোহাম্মদ নয়ন। সে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

মারধরের শিকার নুর মোহাম্মদ নয়ন জানান, বর্তমান আওয়ামী লীগের সভাপতি শাহিনার বাবা আব্দুল কাইয়ুম মুন্সী একজন চিহ্নিত রাজাকার। সে দায়িত্ব পাওয়ার পর নিজ বাড়িতে ডাকাতির কাহিনী সাজিয়ে ইতোমধ্যই ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারসহ অনেক নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছেন।

তারই ধারাবাহিকতায় শাহিনার সর্মথিত অন্তর হাসান আমাকে ফোন দিয়ে বাড়ীর বাইরে আসতে বলে।
আমি বাড়ীর বাইরে আসলে অন্তর হাসান, শেখ ফরিদ ও স্বপন মণ্ডলের নেতৃত্বে ১৪/১৫ জনের এক সন্ত্রাসী দল আমার উপর হামলা চালায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জনান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।