ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পটুয়াখালী: পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পটুয়াখালী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার পেদার ছেলে মনির হোসেন পেদা ও একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে ইউসুফ কাজী।  

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আল-মামুন নামে পটুয়াখালীগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার  দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা প্রক্রিয়াধীন। এদের মধ্যে মনিরের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালে মাদক মামলা রয়েছে যা বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।