ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
হবিগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

হবিগঞ্জ: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে পুরো হবিগঞ্জবাসী।

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এর আগে সোমবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মিনারে নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হন।

শ্রদ্ধা জানানোর আগে শহীদ মিনারের বেদীতে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী।

পরে সেখানে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মোনাজাত পরিচালনা করেন।

এদিকে, জেলার ৯টি উপজেলা ও ৬টি পৌরসভার পক্ষ থেকে স্থানীয়ভাবে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানানো হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাব ও সব উপজেলার সাংবাদিকরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।