ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুকুরের মুখে নবজাতকের মরদেহ, খবরে ছুটে এলো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
কুকুরের মুখে নবজাতকের মরদেহ, খবরে ছুটে এলো পুলিশ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

নরসিংদী: নরসিংদী রেলস্টেশন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্টেশনের ২নং প্লাটফর্মের ৪ ও ৫ নং লাইনের মাঝ থেকে অর্ধগলিত নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয় ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি কুকুর কামড়ে ধরে মৃত একটি নবজাতককে রেলস্টেশনের ৪ ও ৫ নম্বর রেল লাইনের মধ্যে নিয়ে আসে। পরে স্টেশন থেকে লোকজনরা রেল পুলিশকে খবর দিলে তারা এসে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা দুই-তিনদিন আগে রেলস্টেশনের ৫ নম্বর লাইনের পাশের ডোবাতে কালো কাপড়ে পেঁচিয়ে মেয়ে নবজাতককে কেউ ফেলে যায়।

নরসিংদী রেল পুলিশের ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম বলেন, পাশের ডোবা থেকে একটি কুকুর মুখে করে নবজাতকের মরদেহ টেনে হিঁচড়ে রেললাইনের পাশে নিয়ে আসে। পরে আমরা দেখে উদ্ধারের পর রেলের কবরস্থানে নিয়ে সমাহিত করি। নবজাতকের মরদেহ অর্ধগলিত ছিল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।