ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আশুলিয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ৮০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ ফেব্রয়ারি) সকালে এতথ্য নিশ্চিত করেন ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদরাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ব্রাক্ষনবয়রা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে আমির হামজা (২৪) ও একই থানা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৬)।  

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে আমির ও মানিককে ৮০০পিট ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের নামে একটি মামলা দায়ের করে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।