ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।  

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  

নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তেতুলপুকুর গ্রামের তজিবুর রহমানের ছেলে অনিক আহম্মেদ (১৮) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুরাদ আহম্মেদ (১৬)।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলা দুই কিশোর মোটরসাইকেলে করে চারঘাটের দিকে আসছিল।

পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডে পৌঁছালে বিপরিত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অনিক।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুরাদ। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।