ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে প্রতিবন্ধীরা পেলেন হুইল চেয়ার

মাগুরা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভালোবাসা দিবসে প্রতিবন্ধীরা পেলেন হুইল চেয়ার

মাগুরা: মাগুরায় বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবসের উপহার হিসেবে ৮০ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার ও ৮ জন প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হলো ৮ টি হেয়ারিং মেশিন, ৮টি আধুনিক সাদা ছড়ি।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিবন্ধীদের মাঝে এ সকল সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ  আবু নাসের বেগের সভাপতিত্বে মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে এ সহায়ক উপকরণ বিতরণ করেন।  

এ সময় অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবসের বিশেষ দিনে উপহার হিসেবে প্রতিবন্ধীদের মাঝে ৮০ টি হুইল চেয়ারসহ এ সহায়ক উপকরণ বিতরণ কর হলো। বর্তমান সরকার সারাদেশে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের,  সিভিল সার্জন ডা. মোহাম্মদ শহিদুল্লাহ দেওয়ান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলামসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।