ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় ৫ জনকে জরিমানা

নীলফামারী: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় নীলফামারীতে পাঁচজনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী-সৈয়দপুর সড়কের কালিতলা এলাকায় অভিয়ান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ।

 

পরিবেশ অধিদপ্তর এতে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার পাঁচ ট্রাক চালককে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।