ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শাহ আলম বাবলু (৫০) নামে এক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. শাহ আলম বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজীছালে আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামি-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কারা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বাবলুকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।