ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বরিশাল-খুলনা মহাসড়কের নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পরে রাত ১১টায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ টিমের সদস্যরা।

নিহতরা হলেন- উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুজনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।

এসব তথ্য নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়। ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।

পুলিশ জানিয়েছে, শনিবার (২৮ জানুয়ারি) ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।