ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
হাতিরঝিলে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. রশিকুল ইসলাম, মো. রুবেল ও মো. সাদ্দাম হোসেন ওরফে সম্রাট।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম হাসান সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার মগবাজারে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসি হাসান সিদ্দিকী জানান, গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে গোপনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে এসে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতার আসামিদের নামে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।