ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
নওগাঁয় ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

নওগাঁ: নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পৌঁছালে খাদ্য বিভাগের কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় নির্মাণাধীন কার্যালয়ের নির্মাণ কাজের চিত্র তুলে ধরা হয়। পরে মন্ত্রী নির্মাণাধীন কার্যালয়ের বিভিন্ন কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় জেলা আওয়ামালীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, খাদ্যমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাজেহার আলীসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নির্মাণাধীন ভবনের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।