ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক সুমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক সুমন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে তাড়াইল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সবার সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য দেওয়ান ফারুক দাদ খানকে (দৈনিক সমকাল) সভাপতি ও মো. সুমন মিয়াকে (দৈনিক আমার সংবাদ) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী মীর (দৈনিক ইনকিলাব), মো. আবুল হাসেম (দৈনিক আজকের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ (দৈনিক বজ্রধ্বনি), কোষাধক্ষ্য খায়রুল ইসলাম (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রতন (সাপ্তাহিক শুরূক), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম ভূঁইয়া (দৈনিক শতাব্দীর কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফখরুদ্দীন আহমাদ (দৈনিক জাগো প্রতিদিন)।

এছাড়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. আফছার উদ্দিন (দৈনিক মানবজমিন), মো. রফিকুল ইসলাম (দৈনিক আজকের দেশ), মো. আমিনুল ইসলাম বাবুল (দৈনিক আমাদের সময়) ও এনায়েতউল্লা (দৈনিক বাংলা সময়)।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।