ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
চাঁদপুরে কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯ প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।

 

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে কুকুরে কামড়ে আহত ৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. মো. আবু নাছের শাকিল বাংলা নিউজকে বলেন, বিকেল ৫টা পর্যন্ত জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রানিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।