ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
খাগড়াছড়িতে গাঁজাসহ আটক ৩

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুই কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

আটক তিনজনকে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে জেলা সদরের জিরোমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- জেলা শহরের শালবন এলাকার বাসিন্দা মো. রাজু, মাটিরাঙ্গা উপজেলার রামছিড়া ও করিম মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও মো. জহিরুল ইসলাম।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, মঙ্গলবার রাতে সিএনজি চালিত একটি অটোরিকশাকে সন্দেহ হওয়ায় পুলিশ সিগন্যাল দেয়। সে সময় সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি পালিয়ে যেতে চাইলে পেছন থেকে ধাওয়া করে পুলিশ। পরে অটোরিকশার চালকসহ আরোহী অপর দুইজনকে আটক করে তল্লাশি করলে দুই কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। জব্দকৃত গাঁজাসহ তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আসামিদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এডি/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।