বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী মিয়ানমারের ৫৩ নাগরিককে ফেরত পাঠানো (পুশব্যাক) হয়েছে। এসময় আটক করা হয়েছে বাংলাদেশি পাঁচ মানব পাচারকারীকে।
মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যবস্থা করায় আটক পাঁচজনকে (মানব পাচারকারী) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৩ জন মিয়ানমারের নাগরিককে রোববার (১২ জানুয়ারি) ভোরে পুশব্যাক করা হয়। এসময় আটক করা হয় পাঁচ মানব পাচারকারীকে। তারাই ওই ৫৩ জনকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন।
এ ঘটনায় মামলা দিয়ে ওই পাঁচজনকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানব পাচারকারীরা হলেন- বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১ জানুয়ারি ভোরে ৫৩ জন পালিয়ে নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় বিজিবির হাতে ধরা পড়েন তারা। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করেন আলীকদম বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআই