ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে কম্বল নিয়ে এতিমখানায় পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
রাতের আঁধারে কম্বল নিয়ে এতিমখানায় পুলিশ সুপার

ফরিদপুর: ফরিদপুরে অসহায় দুঃস্থ মানুষ ও বিভিন্ন এতিমখানায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছে ফরিদপুর জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে ফরিদপুর শহরের আরামবাগ এতিমখানা, বায়তুল আমান, তা'লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, টেপাখোলা, মুন্সী বাড়ি, ফরিদপুরসহ শহরের রেলওয়ে স্টেশন এবং ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার  মো. শাহজাহান (পিপিএম)।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।