ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি হজযাত্রীদের ৩০ শতাংশ খরচ কমবে না: হাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
বাংলাদেশি হজযাত্রীদের ৩০ শতাংশ খরচ কমবে না: হাব

ঢাকা: সৌদি সরকার হজযাত্রীদের হজ পালনের খরচ ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিলেও তা বাংলাদেশি হজযাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাব এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে, আগামী ২০২৩ সনের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে।

প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর এই খবরটি শুধুমাত্র সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের মত একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনো রূপ বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।