ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বোমা না, লাল স্কচটেপ মোড়ানো কৌটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বোমা না, লাল স্কচটেপ মোড়ানো কৌটা

মেহেরপুর: বোমা সদৃশ দুটি বস্তু দেখে আতঙ্ক তৈরি হয় এলাকায়। অবশেষে গাংনী থানা পুলিশে খবর দেন এলাকাবাসী।

পুলিশ এসে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিয়ে আসেন থানায়। পরে বস্তু দুটি চেক করতে গিয়ে দেখেন, বোমা না, উদ্ধারকৃত বস্তু দুটি লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করে পুলিশ।

গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপ মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে এসআই সাইদুর রহমান বলেন, থানায় এনে বস্তু দুটি চেক করা হয়। দেখা যায়, বস্তু দুটি আসলে লাল স্কচটেপ মোড়ানো দুটি কৌটা।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করার জন্য কিছু দুষ্কৃতি বস্তু দুটি সেখানে রেখেছিলো।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।