ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত এসআই ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত এসআই ঢামেকে

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল্লাহকে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের  অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।

তিনি জানান, রাতে ওই পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ওটিতে আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেরসহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ জানান, পুরাতন ভবনের নিচ তলায় ১০৫ নম্বর ওটিতে ওই পুলিশ কর্মকর্তার অস্ত্রোপচার চলছে।

আরও পড়ুন: মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫. ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।