ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
মিঠাপুকুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি।

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় আলতাব হোসেন ভুট্টু (৪৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজুর রহমান।



এর আগে, সোমবার (৯ জানুয়ারি) রাতে বিষপানে ভ্যানচালক আলতাব আত্মহত্যা করেছেন বলে পরিবারে দাবি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলতাব হোসেন ঘটনার দিন সবার অজান্তে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে পুকুরপাড়ে বিষপান করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আলতাবের মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, বিভিন্ন কারণে পরিবারের লোকজনের সঙ্গে তার মনোমালিন্য হচ্ছিল।

স্থানীয়রা জানান, পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এই কলহের জের ধরে একপর্যায়ে সবার অগোচরে পুকুরপাড়ে জমিতে ব্যবহৃত কীটনাশক সেবন করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহসহ বিষের বোতল উদ্ধার করা হয়েছে। সব বিধি মোতাবেক পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।