ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় মোজা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় মোজা তৈরির একটি কারখানায় আগুন লাগে। কারখানাটি আধাপাকা একতলা বিল্ডিং। খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টা আগুন নেভায়। আগুনে কারখানার মেশিনপত্র, সুতা ও আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ২০০৬ জানুয়ারি ১০, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।