ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জ্বালানি তেলে পরিমাপে কম, ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
জ্বালানি তেলে পরিমাপে কম, ফিলিং স্টেশনকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, বাজার তদারকির অংশ হিসেবে বিকেলে টুনিরহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় তেল পরিমাপে কম দেওয়ায় গ্রাম বাংলা নামে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন যাতে না করে, সেজন্য সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।