ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

মানিকগঞ্জ: হাসপাতালের লিফটের তার ছিঁড়ে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।  

শুক্রবার (৬ জানুয়ারি)  দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা (২১)।

হাসপাতালের মালিক ডা. সৈয়দ জালাল উদ্দিন আহম্মেদ বলেন, এই দুর্ঘটনার জন্য আমরা দায়ী না। তবে বিষয়টি দুঃখজনক। হাসপাতালের পক্ষ থেকে দুর্ঘটনায় আহতের সুচিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ