ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত     

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
    

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা পরিমল বৈরাগী (৫৫) নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে হামলার শিকার হন তিনি।
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর সঙ্গে তার আপন ভাই পরিমল বৈরাগীর বিরোধ রয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী বাবু (৩৩) বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে পরিমল বৈরাগী বাধা দেন। এসময় আশিষের সঙ্গে তার চাচা পরিমল বৈরাগীর কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আশিষ লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় প্রথমে পরিমলকে কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
 
এদিকে পরিমলের মৃত্যুর খবর পেয়ে আশিষ ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।  

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।