ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ আটক ৩ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার টিনপট্টি এলাকা থেকে হেরোইনসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র‌্যাব) সদস্যরা।  

রোববার (০১ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ অঞ্চলের সিপিসি-৩,র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জেলা সদর উপজেলার পূর্ব দাসরা এলাকার তারা মিয়ার ছেলে মো. তারেক মিয়া (৩৯),বাজার টিনপট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদার (৩৩), কৈতরা এলাকার অমূল্য সরকারের ছেলে অপু সরকার (৩০)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার তাদের সাড়ে ৪ গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।