ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

২০২০ সালে বিশ্বের ‘সবচেয়ে’  সুন্দরী শেলবিয়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
২০২০ সালে বিশ্বের ‘সবচেয়ে’  সুন্দরী শেলবিয়া শেলবিয়া

মহামারি করোনার কারণে  ২০২০ সালে অনুষ্ঠিত হয়নি বিশ্বের সেরা সুন্দরীদের নিয়ে প্রতি বছরের নিয়মিত আয়োজন মিস ওয়ার্ল্ড।  সেই অভাব অনেকটাই পূরণ হলো‘টিসি ক্যান্ডলার’র ম্যাগাজিনের ২০২০ সালের বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের প্রতিযোগিতা দিয়ে।

 

সম্প্রতি ম্যাগাজিনের সর্বাধিক সুন্দরী নারীদের  তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া।  সেরা ১০০ জন সুন্দরীর তালিকায় আরও রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোট, এক সময়ের বিশ্বের সেরা সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, সেলিনা গোমেজ, এমা ওয়াটসন। রয়েছেন উইঘুর মুসলিম নারীও। এছাড়াও রয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীরা।

সেরা শত সুন্দরীকে পেছনে ফেলে দেওয়া শেলবিয়ার বয়স মাত্র ১৯। অসাধারণ ব্যক্তিত্ব, আকষর্ণীয় ফিগার, ৫ ফিট ৮ ইঞ্চির বেশি হাইট আর সিল্কি চুলে- উষ্ণ চাহনিতে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন শেলবিয়া।  

তিনি নিয়মিত ব্যায়াম করেন সঙ্গে খাওয়াও থাকে নিয়ন্ত্রণে। মানুষকে জানতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন শেলবিয়া।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।