ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নতুন বছর হোক নিজেকে ঢেলে সাজানোর

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নতুন বছর হোক নিজেকে ঢেলে সাজানোর সমুদ্র সৈকতে

ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হলো আরও একটি বছর। সকালের সূর্যটা নতুন না হলেও ক্ষণটি ২০২০ এর জন্য একেবারেই নতুন।পুরোনো বছরে যদি কোনো সীমাবন্ধতা থেকে থাকে, তা থেকে বেড়িয়ে এসে নতুন বছরের শুরুতেই প্রয়োজনে কিছু পরিবর্তন এনে নিজেকে কীভাবে ঢেলে সাজাবেন, তারই কিছু আইডিয়া: 

আমরা অনেকেই দিনের বেশিরভাগ সময় নানা ধরনের দুশ্চিন্তায় কাটাই। যার যার অবস্থানে যার যার মতো।

কিন্তু, এসব দুশ্চিন্তা প্রতিদিনের অভ্যাসে পরিণত হতে হতে একসময় অনিয়ন্ত্রিত, অযৌক্তিক এবং সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।  

তাই আজই সিদ্ধান্ত নিন, নতুন বছরে আর অহেতুক, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। ফলে, কমে যাবে উদ্বিগ্নতা জনিত মানসিক এবং শারীরিক রোগ হওয়ার ঝুঁকি।  


আচরণে যদি খুঁতখুঁতে মনোভাব, অতিরিক্ত আত্ম-অহঙ্কার, সন্দেহ বাতিক দৃষ্টিভঙ্গি থাকে তবে বছরের শুরু থেকেই চেষ্টা করুন সেগুলো থেকে বের হয়ে আসতে।  

কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, বদ-মেজাজ, চিন্তা-ভাবনার সীমাবন্ধতা থেকে বের হয়ে চিন্তার জগতকে আরও বড় করুন।  

নিজের কাজেই অসম্ভব ব্যস্ত থাকেন? এবার থেকে পরিবারের জন্য দিনের একটা সময় ছেড়ে দিন। সেই সময়টা ফোন দূরে রাখুন। টিভিও দেখবেন না, নিজেরা গল্প করে সময় কাটান।  


জীবনে সফল হতে বছরের শুরু থেকেই সবকিছুতেই পরিমিতিবোধ বজায় রাখুন। আত্মবিশ্বাস নিয়ে চলুন ও কর্মদক্ষতা ‍অর্জন করুন।  


নিজের অধিকারগুলো যেমন বুঝে নিতে হবে, তেমনি আপনার জন্য যেন অন্যের সমস্যা তৈরি না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে।  

দেশের প্রচলিত আইন মেনে চলুন। নিজের সামান্য সুবিধার জন্য আইন অমান্য করা যাবে না।  

শুধু নিজেকে নিয়েই নয়, ভাবুন ও ভালোবাসুন-পরিবার, দেশ, দেশের মানুষ, সকল প্রাণী ও প্রকৃতিকে।  

সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক। ২০১৯ বিদায়, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।


বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।