ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পারসোনা এখন উত্তরায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
পারসোনা এখন উত্তরায়

রাজধানীর উত্তরায় চালু হচ্ছে পারসোনার নতুন শাখা। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে উত্তরায় (সেক্টর  ৬, সড়ক ১৩, বাড়ি ১) উদ্বোধন হতে যাচ্ছে পারসোনার এই পঞ্চম আউটলেট।

২২ হাজার স্কয়ার ফুটের এই আউটলেটে থাকছে ছেলে ও মেয়েদের সৌন্দর্যসেবা, স্পা ও জিম সুবিধা। আর উদ্বোধন উপলক্ষে পারসোনা গ্রাহকদের দিচ্ছে ডিসকাউন্ট কার্ড, যা প্রদর্শন করে উত্তরা আউটলেটে শর্তসাপেক্ষে পাওয়া যাবে ৭ শতাংশ ছাড়। ডিসকাউন্ট কার্ড পাওয়া যাচ্ছে পারসোনার সব আউটলেট, বাংলার মেলা, কে ক্র্যাফট, ক্যাটস আই, ওটু, রঙ, সাদাকালো, এক্সট্যাসি, এইচটুও, বিবিআনা, ফায়ার অন আইস, পিকিউএস, নন্দন ও পিক অ্যান্ড পে আউটলেটে। নতুন সদস্যদের জন্য নিয়মিত দশ শতাংশ ছাড়ের পাশাপাশি মেম্বার কার্ডে গিফট হিসেবে থাকছে প্রি-লোডেড পয়েন্টস। এছাড়া থাকছে বি কালারফুল বি গর্জাস, আফ্রোদিতি এবং কিওপেট্রা নামে গ্রাহকবান্ধব তিনটি প্যাকেজ। আরও জানার জন্য যোগাযোগ করুন : ০১৭১৩১৪৮২১৩।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১০, আগস্ট ৩০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।