ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নাদিয়ার ওয়েডিং ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
নাদিয়ার ওয়েডিং ফেস্টিভ্যাল .

শীত আসি আসি করছে। কিছুদিনের মাঝেই চারিদিকে পড়ে যাবে বিয়ের ধুম। দু’জনে মিলে হবে ছোট্ট নতুন এক সুখের সংসার। কিন্তু এই নতুন সংসারে কি পুরনো ফার্নিচার মানায়?

কে না চায় নিজের নতুন সংসার নতুন ফার্নিচার দিয়ে সাজিয়ে নিতে, ভরে তুলতে হাসি আর আনন্দে। আর এই আনন্দের মুহূর্তগুলোর অংশীদার হতে নাদিয়া ফার্নিচার লিমিটেডের এবারের আয়োজন ওয়েডিং ফেস্টিভ্যাল।

নতুন সংসারের শুরুতে, সবার কথা মাথায় রেখে মন কাড়া আধুনিক ডিজাইনের আর্কষণীয় সব ফার্নিচার দিয়ে ঘর সাজানোর সুযোগ করে দিতে নাদিয়া শুরু করেছে ওয়েডিং ফেস্টিভ্যাল। এই উপলক্ষে দেশের সব শো’রুমে সব ফার্নিচারে দেয়া হয়েছে ১৫শতাংশ পর্যন্ত ছাড়।  

তাই নতুন জীবনের শুরুতে মনের মত ফার্নিচার দিয়ে সংসার সাজাতে দু’জন মিলে ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ নাদিয়া ফার্নিচার লিমিটেডের যে কোন শো’রুম থেকে। অফার চলবে ১৩ই নভেম্বর ২০১৭ পর্যন্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।