ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সামনে বিয়ে, চিনে নিন বেস্ট ফ্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
সামনে বিয়ে, চিনে নিন বেস্ট ফ্রেন্ড ছবি: ওমেন্স ওয়ার্ল্ড

নভেম্বর থেকেই আমাদের দেশে বিয়ের মৌসুম শুরু হয়। সে হিসেবে হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। 

যাদের বিয়ের কথা এবং ডেট এরই মধ্যে ঠিক হয়ে গেছে, তাদের প্রস্তুতি তো শুরু হয়ে ‍যাওয়ার কথা। জীবনের সব চেয়ে বিশেষ দিন বলে কথা 

একটি সুন্দর বউ সাজার স্বপ্ন থাকে প্রতিটি মেয়ের।

সেই স্বপ্নের দিনে নিজেকে বহু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের রূপে দেখতে, এখনই চিনে নিন বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ডকে রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়, রাখুন ত্বকের যত্নে।  

এর বাইরের চিন্তাগুলো ছেড়ে দিন প্রিয় মানুষগুলোর জন্য। ওহ বেস্ট ফেন্ড কাকে বলছি, পেঁপেকে। এই কয়দিনের জন্য পেঁপেই বিয়ের পাত্রীর সবচেয়ে প্রিয় বন্ধু। কারণ? 

জেনে নিন: 

মাত্র টানা একমাস প্রতিদিন একবাটি পাকা পেঁপে খান, আর মাস্ক হিসেবে ত্বকে মাখুন।  
এরপর যাদু দেখুন, আপনার ত্বকের উজ্জ্বলতা আর ফিগার দুটোই এতো চমৎকার হবে যা হয়তো আগে কখনোই ছিলো না।  


বিয়ের আগেই শরীরের বাড়তি ফ্যাট বের করে দিয়ে আপনার স্বপ্নের ফিগার উপহার দেবে এই পেঁপে। পেঁপেতে প্রচুর পরিমাণে মিনারেল,অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, মেদ কমিয়ে শরীরের কাঙ্ক্ষিত শেপ এনে দেবে।  

বিয়ের পর কোথায় হানিমুনে যাবেন ঠিক করেছেন? কবে কোন পোশাকটা পরবেন, তাও নিশ্চয় চিন্তায় রযেছে। ফিগারটাও তো তেমন সুন্দর হওয়া চাই নতুন পোশাকগুলোকে যেন পরীর মতো দেখায়। আজ থেকেই পেঁপে খান।  

বিয়ের পরে কয়েকদিন টানা রিচফুড খাওয়া হবে। অনেক সময় তো, সময় মতো খাওয়াও হবে না, প্রতিদিনই আপনি থাকবেন সবার আগ্রহের মধ্যমণি। সবাই চাইবে আদর করে আরও একটু বেশি খাওয়াতে। পুরো লাইফস্টাইল চেঞ্জ, নতুন পরিবেশ, নতুন খাবার সব মিলিয়ে এসিডিটি হতে পারে। এই কষ্ট থেকে মুক্তি পেতেও পেঁপেই বন্ধু।  

ত্বকের ব্রণের দাগ দূর করার পাশাপাশি পেঁপে উজ্জ্বলতাও বাড়িয়ে দেয়।  
ত্বকের মৃত কোষ দূর করে ত্বক মসৃণ করে। ত্বক পরিষ্কার করতে পুরোপুরি পেঁপের ওপর নির্ভর করতে পারেন।  
বিয়ের মেকআপের জন্য ত্বক তৈরি, মেকআপ যখন তুলবেন তখনও পাকা পেঁপের মাস্ক লাগাতে ভুলবেন না যেন।  

চুল, চিন্তা কি, পেঁপে আছে না? সপ্তাহে একদিন পেঁপে চটকে এক টেবিল চামচ মধু দিয়ে চুলে লাগিয়ে একঘণ্টা রেখে শ্যাম্পু করুন।  

এই একমাস পেঁপে আপনাকে যেভাবে বদলে দেবে, তাকে আর ছাড়বেন কেন। সব সময়ের জন্য অভ্যেস করে নিন। বেস্ট ফ্রেন্ড কি আর এমনিতেই বলা হয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।