ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চনমনে কফির স্বাদে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
চনমনে কফির স্বাদে .

ঢাকার গুলশানে অবস্থিত পাঁচতারা হোটেল দি ওয়েস্টিন ঢাকা তাদের জনপ্রিয় ক্যাফে ডেইলি ট্রিটস-এ নিয়ে এসেছে আন্তর্জাতিকমানের কফির বিশাল আয়োজন। আপনার সারাদিনের ক্লান্তি দূর করে চনমনে করে তুলতে এই আয়োজনের জুড়ি নেই।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত সতেজ কফি আর ডেইলি ট্রিটস-এর মনোরম পরিবেশ আমাদের ক্লান্তিময় বিকেলটাকে করে তুলবে আনন্দময়।   
এখানে অতিথিরা পাবেন হেজেলনাট লাত্তে, বানানা ক্যারামেল লাত্তে, হোয়াইট চকলেট মকা, ফ্রেঞ্চ ভেনিলা লাত্তেসহ আরও অনেক স্বাদের কফি।

 
এই গরমে শান্তির পরশ দিতে এখানে রয়েছে নানা ধরনের আইস কফি। আছে চকলেট চিপস ফ্রস্ট, ক্যারামেল ক্রাঞ্ছিনাটস ফ্রস্ট, ভেনিলা ক্রিম ফ্রস্ট।

.কফি খেতে চাচ্ছেন না?  আপনার জন্য রয়েছে ফ্রোজেন ব্লুমার গারিতা,  লাইম এন্ড মিনট কুলার, স্ট্রবেরি দা ইকুইরি। বিকেলের হালকা ক্ষুধা মেটাতে আছে কাপকেক, মাফিনসহ আরও অনেক খাবারের সমাহার।  

কফির মূল্য এখানে শুরু হয়েছে ২৮৫++ টাকা থেকে।  
আরও জানতে ফোন করুন +8801730374868

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।