ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অনলাইনেই নিত্যবাজার  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
অনলাইনেই নিত্যবাজার   .

বাজারে যাওয়ার সময় নেই? বেশ তো বাজারে যাওয়ার ঝক্কি না নিয়ে অনলাইনেই সারতে পারেন সংসারের নিত্যপ্রয়োজনীয় সব কেনাকাটা। 

নতুন কিছু আচার এসেছে.... আমড়া, চালতা... সাথে নিয়মিত সব রকমের আচারও পাবেন।
আরো আছে ঘি.. তেল.. নানান রকমের মসলা
কি কি চাই অর্ডার করুন আপু/ভাইয়ারা।

 

এভাবেই প্রতিটি প্রয়োজনীয় পণ্য এনে সবাইকে আমন্ত্রণ জানানো হয় নিকট আত্মীয়ের মতো। বলছি অনলাইন শপ ধবলের কথা। সব দেশীয় উৎসব ও সময়ে প্রতিষ্ঠানটি নিয়ে আসে নানা পণ্য। যেমন বিভিন্ন সময়ে আচার, শীতের পিঠা বা পূজার নাড়ু সবই পাবেন এখানে।  

https://www.facebook.com/dhabolbd/

জৈব সারে উৎপাদিত সব ধরনের মৌসুমি সবজি, ফল, গরুর দুধ, খাঁটি গাওয়া ঘি, বিভিন্ন ধরনের মাছ, খাসি, দেশি মুরগি, নানা ধরনের চাল, ডাল, আটা ময়দাসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য মিলবে অনলাইন গ্রোসারি শপ আস্থার বাজারে।  

ফরমালিন ও সব ধরনের বিষাক্ত উপাদানমুক্ত পণ্যে পাওয়া যায় এখানে।  
www.facebook.com/ astharbazar 

বন্ধুরা, ছোট ছোট উদ্যোগগুলো সামনে এগিয়ে নিতে বাংলানিউজ আছে আপনাদের পাশে।  
আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত পাঠাতে পারেন https://www.facebook.com/bnlifestyle/ পেজের ম্যাসেঞ্জারে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।